শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারে গ্রাম বাংলা সমাজকল্যাণের বিনামূল্যে চক্ষু শিবির



পতনঊষার প্রতিনিধি:

Picture

কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী ১৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রোগীদের পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।
চক্ষু শিবিরে দরিদ্র ও দুঃস্থ ৩৫০ জন রোগীকে পরীক্ষা নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ সামগ্রীসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়। এদের মাঝে ৪০ জন রোগীর চোখের অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. চন্দ্র শেখর, ডা. অঞ্জন দেবনাথ, ডা. মোজাহের হোসেন আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজকদের পক্ষে সমাজ সেবক আব্দুল হান্নান (চিনু) বলেন, স্থানীয় সংগঠন গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে বিগত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।