বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ট্রাফিক পুলিশ নিয়োগ



কমলকুঁড়ি রিপোর্ট :

14322189_1484511808242233_4656512813720464636_n
কমলগঞ্জ উপজেলা একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন দেশ-বিদেশী পর্যটকরা যাতায়াত করেন পাশাপাশি শত শত গাড়ি চলাচল করে। উপজেলা দুইটি প্রাণ কেন্দ্র ভানুগাছাবজার ও উপজেলা চৌমুহণীতে এলোপাতাড়িভাবে গাড়ি আসা-যাওয়া করায় চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজট হতে রক্ষার জন্য কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ কমলগঞ্জে গুরুত্বপুর্ণ দুইটি বাজাওে ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য জেলা পুলিশ সুপারকে পত্র দিয়ে অনুরোধ জানান। অবশেষে জেলা পুলিশ সুপার মো. শাহজালাল পৌর মেয়রের অনুরেধে জেলা থেকে দুইজন কনষ্টেবলকে ট্রাফিক পুলিশ হিসাবে নিয়োগ দিয়েছেন। ১১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় আনুষ্টানিক ভাবে ভানুগাছ বাজার ও উপজেলা চৌমুহণী পয়েণ্টে মেয়র জুয়েল আহেমদ ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ট্রাফিক পুলিশ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তারা সিএনজিসহ সকল চালককে ট্রাফিক মেনে গাড়ি চলাচল ও পাকিং করার অনুরোধ করেন।