শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালিত



moulvibazar-dcrally-pic-8-1

কমলকুঁড়ি রিপোর্ট :

মৌলভীবাজার :

“অতীতকে জানবো,আগামীকে গড়বো ”এই প্রতিপাদ্য নিয়ে ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বুরো কর্মসুচি গ্রহন করে। কর্মসুচি মধ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা ইত্যাদি।
৮ সেপ্টম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম.সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।

 এ উপলক্ষে আলোচনা সভা এম.সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্তি পুলিশ সুপার অপরাধ খায়রুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, মেয়র ফজলুর রহমান। বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, বেগম হোসনে আরা ওয়াহিদ, নেছার আহমদ,সৈয়দ নওশের আলী খোকন , ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান। বক্তরা বলেন জাতিকে স্বাক্ষরতা মুক্ত করতে দেশের সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

কমলগঞ্জ :

pic-rally

“অতীতকে জানবো, আগামীকে গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাক্ষরতা দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুদ্দীন আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বক্তারা বলেন, নিরক্ষরতা একটি অভিশাপ, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

জুড়ী :

juri-pic-04

জুড়ী উপজেলায় “অতীতকে জানবো আগামীকে গড়বো” এই পতিপাদ্য বিষয় নিয়ে স্বাক্ষরতার সূবর্ণ জয়ন্তী ৫০ বছর পুর্তী এবং আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ এর বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পাতিবার সকাল ১১ টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান এর সভাপতিত্বে ও জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক হাজী শফিক আহমদ, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, আওলামীলীগ নেতা আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, শিক্ষক কবির আহমদ, শিক্ষিকা শর্মিলা দে, শবনম মূর্তারী প্রমুখ।