রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বাল্য বিবাহের অপরাধে দুই পরিবারের সদস্যদের ভ্রাম্যমান আদালতের জরিমানা



কমলকুঁড়ি রিপোর্ট :

মৌলভাবাজারের কমলগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ দিতে গিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই পরিবারের সদস্যদের জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ০৮ই আগষ্ট সোমবার উপজেলার মাধবপুর ইউনিয়নের লংঙ্গুরপার গ্রামে। উপজেলা নিবার্হী অফিস সুত্রে জানা যায় লংঙ্গুর পার গ্রামের ইসমাইল মিয়ার কন্যা উর্মি আক্তার(১৬) সে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল, স্কুল রেকর্ড অনুসারে তার বয়স ০১/০১/২০০০ইং, তার সাথে একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মৃত তারা মিয়ার পুত্র শাহাদৎ মিয়া (৩৫) এর বিয়ের আনুষ্ঠানিকতার খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল আলম এর নেতৃত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের লোকজন ও কমলগঞ্জ থানার এ.এস.আই আব্দুল হামিদ সহ পুলিশের একটি দল মেয়ের বাড়িতে বিকাল ৩ টায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মেয়ের পিতা ইসমাইল মিয়া ও বরের ভগ্নিপতি সাইদুর রহমান (৪৫) কে আটক করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এসে দুইজনকে দুইহাজার টাকা জরিমানা আদায় করে কনের ১৮ বৎসর পূর্ন না হওয়া পর্যন্ত পিত্রলয়ে থাকবে বলে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ব্যপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাল্য বিবাহ মুক্ত ঘোষনার পরও এহেন ঘৃণিত অপরাধ করার দায়ে দুই পরিবারের জরিমানা আদায় সহ ১৮ বৎসর পূর্ণ না হওয়ার পূর্ব পর্যন্ত শশুর বাড়ীতে তুলে দিলে ৬ মাসের কারাদন্ডের অঙ্গীকার নামায় স্বাক্ষর রেখে আওয়ামীলীগের সভাপতি আশিদ আলীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।