বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

হৃদয়ে শ্রীমঙ্গল: বদলে যাচ্ছে শ্রীমঙ্গলের ঐতিহ্য



 

শেখ শফিকুর রহমান জেদ্দা :

13823429_1747523605503140_58134369_n

মৌলভীবাজার জেলার অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলা.এক সময় খ্যাতি ছিল চায়ের রাজধানী হিসেবে. এখন পর্যটন শিল্পের ব্যাপক প্রসারের ফলে পর্যটন নগরীর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে বিশ্ব খ্যাত চায়ের রাজধানী নামটি. এক সময় বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে একটি আগ্রহ ছিল শ্রীমঙ্গলে একটি চায়ের বাগান করার.চায়ের স্বর্ণ যুগের পরিসমাপ্তি হওয়ায় এখন বিনিয়োগকারীদের টার্গেটে পরিনত হয়েছে শ্রীমঙ্গলে একটি পর্যটন শিল্পের উপর বিনিয়োগ করার. আজকে শ্রীমঙ্গল মানে পর্যটন নগরী. এক দিকে শ্রীমঙ্গল পর্যটন নগরীতে পরিণত হচ্ছে অপর দিকে পাহাড় জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে. যেটা সাধারণের নজরে আসছে না.এখন শ্রীমঙ্গলের এমন কোনো বন জঙ্গল নেই যেখানে কোনো না কোন ধরনের বিল্ডিং তৈরী হয়েছে বা হচ্ছে. যার ফলে জীববৈচিত্র্যের হুমকির কারন হয়ে দাড়াবে এটা এখন থেকেই শ্রীমঙ্গল উপজেলার সচেতন নাগরিক সহ সবাই কে গভীরভাবে চিন্তা করে দেখার সময় এসেছে.আধুনিক পর্যটন শিল্পের আক্রাশনের অভিশাপে নিক্ষিপ্ত হতে যাচ্ছি আমরা শ্রীমঙ্গল উপজেলাবাসী.অর্থনৈতিক­ভাবে অনেকে হয়তো আমরা লাভবান হচ্ছি বৈকি. কার্যত শ্রীমঙ্গল কে ঠেলে দিচ্ছি এক অতল অন্ধকারের দিকে. যেভাবে শ্রীমঙ্গলের চারিদিকে হোটেল মোটেল রিসোর্ট নির্মাণের হিরিক পড়েছে সত্যি এটা ভাবনার বিষয়. এই ভাবনাটা আমাদেরকেই ভাবতে হবে.হয়তো আজ আমার এ লেখাটি অনেকের কাছে অমূলক হতে পারে একবার ভেবে দেখুনতো কয়েক বছর পর কি হবে শ্রীমঙ্গলের বন জঙ্গলের চিত্র. সময় থাকতে ভবিষ্যত নিয়ে ভাবলে আমাদের কে সংকটে পড়তে হবে না.আর এ বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলাবাসী কে অন্তত এক মিনিট ভাবার অনুরোধ জানাচ্ছি. তাই আসুন শ্রীমঙ্গলের সবাই কে স্বউদ্যোগে শ্রীমঙ্গলকে তার স্বমহিমায় বাচিয়ে রাখতে সোচ্চার হই.এই শ্রীমঙ্গল আপনার আমার আমাদের সকলের. সবাই কে আহ্বান জানাচ্ছি সুন্দর আর মঙ্গল বজায় রাখতে এগিয়ে আসি.হৃদয়ে শ্রীমঙ্গল।