সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত ফল : দেখার কেউ নেই



কমলকুঁড়ি রিপোর্ট ॥

1466089257_th
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে দেদারছে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মৌসুমী ফল। এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। রমজান মাসে বাজারে প্রচুর ফল উঠলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ফরমালিন মিশ্রিত এসব ফল খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু ফরমালিন পরীক্ষার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও এ উপজেলায় এর কোনো প্রভাব পড়েনি। সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত ফল। ক্রেতারা বাড়তি পুষ্টির আশায় প্রতিদিন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, মাল্টা, আনারসসহ বিভিন্ন রকম ফল কিনছেন। এসব ফল ফরমালিন নামের বিষ মিশিয়ে বিক্রয় করা হচ্ছে। যাতে ফলে পচন না ধরে। ফলে সচেতনদের অনেকেই ফরমালিন আতংকে এ ফল কিনতে আগ্রহী হচ্ছে না। আবার অনেকেই না জেনে না বুঝে এসব ফল খেয়ে অসুস্থ হচ্ছেন। কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ফল কিনতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন, কোন ফলে ফরমালিন আছে আমরা তো জানি না। প্রশাসন প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করত, তাহলে আর ভেজাল কোনো পণ্য বাজারে বিক্রয় হতো না। আমাদেরও কোনো ফরমালিনযুক্ত ফলমূল কিনতে হতো না।
এ ব্যাপারে আলাপকালে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমাদের ফরমালিন পরিমাপের কোনো যন্ত্র নেই। ফলে বাজারে যেসব ফল বিক্রি হচ্ছে তা ফরমালিনমুক্ত কি-না তা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই কমলগঞ্জের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।