বুধবার, ১ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা



 

Untitled-1 copy
॥ ম.মুমিনুর রহমান ॥

কমলকুঁড়ি। কমলগঞ্জের সংবাদজগতের মুখপাত্র। কমলগঞ্জের তৃণমূল সাংবাদিকতার ধারক ও পথিকৃত। কমলকুঁড়ি সেই ২০১১ খ্রিস্টাব্দের ৩১ মে থেকে যাত্রা শুরু করে আজ ২০১৬ খ্রিস্টাব্দের ৩১ মে সময়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। “তৃণমূল সাংবাদিকতার অঙ্গীকার ”শ্লোগানে ঋদ্ধ হয়ে মাঙ্গলিক যাত্রা শুরু করে কমলকুঁড়ি। গুটি গুটি পায়ে এগিয়ে চলছে কমলগঞ্জের তৃণমূলের এ সংবাদমাধ্যম। ৬ষ্ঠ বর্ষে পড়লো কমলকুঁড়ি। মাঝের ৫ পাঁচটি বছর গেছে বহু নাটকীয়তায়, উত্থান-পতনে। কমলগঞ্জের প্রত্যন্ত জনপদের প্রান্তিক মানুষের স্বনিষ্ট জীবনের কথা বলা, প্রান্তজনের সুখ-দুঃখ,আনন্দ-বেদনার সতত সারথি এ কমলকুঁড়ি। তৃণমূলের রাজনীতি,অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনের প্রতিচ্ছবি তার পাতায় ফুটিয়ে তুলে চলেছে। যাত্রা প্রারম্ভে গণমানুষের কথা বলে ইতোমধ্যে এলাকার সাধারণ জনমানসে নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছে। আগামীতে আরো মসৃণ, লীলায়িত পথে হাঁটুক সাধারণ্যের এ মুখপাত্র। সময়কাল অনুযায়ী সাপ্তাহিক প্রত্রিকার ধরাবাঁধা নিয়মে এখন প্রকাশিত হচ্ছে এ পত্রিকাটি। আগামীতে তা দৈনিক কমলকুঁড়ি হবে। সময়ের পথ-পরিক্রমায় ও আধুনিকতার মিশেলে তৈরি হওয়া কমলকুঁড়ি সমাজের প্রতি আরো দায়বদ্ধ থেকে সমাজ, রাষ্ট্রের প্রতি কল্যাণে আরো নিবেদিত হবে। কমলকুঁড়ি কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলায় সমাদৃত, পাঠক নন্দিত হবে-প্রতিষ্ঠাবার্ষিকীতে কমলকুঁড়ি কে এ হৃদিক প্রত্যাশা।
——–লেখক, শিক্ষক ও সাহিত্যসেবী