বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলকুঁড়ির ৬ষ্ট বর্ষে পদার্পণে শুভ কামনা



10675726_1598826797001598_1257446299520907387_n

॥ আব্দুর রাজ্জাক রাজা ॥

স্নেহ ভাজন পিন্টু দেবনাথ সম্পাদিত তৃণমূল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত কমলকুঁড়ি পত্রিকা এখন ৬ষ্ট বর্ষে পর্দাপণ  করেছে। ৬ষ্ট বর্ষে পদার্পণের এই দিনে আমি এই পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং অগণিত পাঠককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। হাটি-হাটি পা-পা করে কমলকঁড়ি ৫ বছর অতিক্রান্ত করে ৬ষ্ট বছরে পদার্পন করেছে শুনে খুবই আনন্দিত হচ্ছি। নানা প্রকার উন্ন্য়ন, দূর্নীতি, সমাজ সেবা ও উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে প্রশাসন ও মানুষকে তথ্য সরবরাহ করে চলেছে। যদি ও সংবাদপত্রের জন্য ৫ বছর খুব বেশী সময় নয়। অপর দিকে মফস্বল এলাকা থেকে একটি সংবাদপত্র প্রায় নিয়মিত প্রকাশ করা হয়েছে তাও কিন্তু কম কথা নয়। মফস্বল এলাকা থেকে একটি  সংবাদপত্র নিয়মিত প্রকাশ করা যে কত কষ্টার্জিত তা শুধু মাত্র তার সাথে সংশ্লিষ্টরাই বুঝতে পারেন। আশা করি আগামী দিনগুলোতে এই পত্রিকা আরও কার্যকরভাবে জনগণের তথ্য-চাহিদা পূরণ করে তাদের তথ্যসেবা দেওয়া অব্যাহত রাখবে। গণমাধ্যম গণমানুষের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, আশা-প্রত্যাশা, হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরে। কমলকুঁড়ি ও সেই দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব পালনে কতটুকু সফল বা ব্যর্থ তা পাঠক মহল বলতে পারবে। অপরদিকে পত্রিকাটি যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে বিগত বছর গুলোতে তা কি পূরণ করতে পেরেছে? পত্রিকাটি কি এলাকার মানুষের চাওয়া-পাওয়ার প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটাতে পেরেছে ? পত্রিকাটি এখানকার কত পাঠকের আস্তাভাজন, কতটুকু পাঠক প্রীয়তা অর্জন করতে পেরেছে? তা এখন পত্রিকার কর্নধারদেরকে হিসাব মিলাতে হবে। তবে আমি দাবী রাখছি , যেহেতু পত্রিকাটি পাক্ষিক সেহেতু হাতে পর্যাপ্ত সময় থাকে। সেই কারনে যদি প্রতিটি সংখ্যায় একটি করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতো তবে হয়তো এলাকার মানুষজন জানতে পারতো। তাছাড়া বেশী বেশী করে এলাকার সমস্যা ও সম্ভাবনার সংবাদ প্রকাশের সাথে সাথে সাহিত্য পাতা প্রকাশ করলে স্থানীয় সাহিত্যকর্মীরা কিছুটা হলে ও প্রতিভা বিকাশের সুযোগ পেত। জানিনা প্রকাশক ও সম্পাদক বিষয়টি কি ভাবে গ্রহণ করবেন। তারই সাথে সাথে আরেকটি কথা বলছি ,যা সম্ভব নয় জানি তবু দাবী করছি যে,পত্রিকাটি যেহেতু পাক্ষিক প্রকাশিত হয় সে জন্য , এর পাতার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব কিনা?  কমলকুঁড়ি তার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে-এই প্রত্যাশা করি। আমি আশাবাদ ব্যক্ত করছি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় নাগরিকদের নিকট সম্মানের আসনে অধিষ্ট হতে সক্ষম হয়। আবারো পত্রিকাটি সাথে সংশ্লিষ্ট সকলের শুভ কামনার সাথে সাথে দীর্ঘায়ু কামনা করছি।                ———–লেখক, দৈনিক যুগান্তর, কমলগঞ্জ প্রতিনিধি