শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়ায় জাল ভোট দেয়ার চেষ্টা : যুবকের ৬ মাসের সশ্রম কারাদণ্ড



কমলকুঁড়ি রিপোর্ট :

21228-1

কুলাউড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে আব্বাস আলী (২২) নামে এক যুবকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৭ মে) চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটনাটি ঘটেছে টিলাগাঁও ইউনিয়নের বাঘরিহাল কেন্দ্রে। আব্বাস আলী টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম বাঘরিহাল গ্রামের ফারুক মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়নের বাঘরিহাল ভোট কেন্দ্র বেলা আনুমানিক ২টার দিকে আব্বাস আলী ভোট দিতে যান। তখন কেন্দ্রের ভেতরে থাকা জনৈক এজেন্ট থাকে জাল ভোটার হিসেবে দাবি করে চ্যালেঞ্জ করেন। এরপর আব্বাসকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিলে জাল ভোটারের বিষয়টি প্রমাণ হয়।

খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্বাসের ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় ও ৫শ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত।

সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।