বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ ডরমেটরীর লেইকে মৎস্য পোনা ও পরিযায়ী পাখি অবমুক্ত



কমলকুঁড়ি রিপোর্ট :

13178814_865855540192863_2839710908197608459_n

মৌলভীবাজারের কমলগঞ্জে অবমুক্ত করা হয়েছে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা ও পরিযায়ী পাখি । বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন ও বন্যপ্রানী বিভাগের যৌথ উদ্যোগে লাউয়াছড়ার ডরমেটরীর পাশে অবস্থিত লেকে পোনা ও পাখি অবমুক্ত করা হয়।

৭ মে শনিবার সকাল সাড়ে এগারো টায় উপজেলার সদর ইউনিয়নের বটরতল সংলগ্ন ডরমেটরীর লেইকে প্রায় ৬২ কেজি বিভিন্ন প্রজাতির মৎস পোনা ও ৪ টি অতিথি পরিযায়ি পাখী অবমুক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন নবাগত কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদুল হক, বন্যপ্রানী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমা দে, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান,  লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, রেঞ্জ কর্মকর্তা মো. সাহেব আলী, বন্যপ্রানী সেবা ফাইন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বন্যপ্রানী সেবা ফাইন্ডেশনের পরিচালক সজল দেব, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম ,সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে সেখানে জারুল, অর্জুন, হিজ করচ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।