শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের কৃতি সন্তান পরিমল সিংহ মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসাবে যোগদান



কমলকুঁড়ি রিপোর্ট:

scan0002

পরিমল সিংহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কৃতি সন্তান। তিনি  ১৯৬৭ সনের ১  ফেব্রুয়ারি  উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে অত্যন্ত মেধাবীমুখ ছিলেন।  পরিমল সিংহ ২ নং ভান্ডারীগাঁও সরঃপ্রাঃবিদ্যালয়, এম.এ.ওহাব উচ্চ বিদ্যালয় হতে ১৯৮২ সনে এসএসসি এবং শ্রীমংগল সরঃকলেজ হতে ১৯৮৪ সনে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ন হোন।পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্যে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে। ১৯৮৫ সনে অনার্স পরীক্ষায় ১ম শ্রেণিতে ৩য় স্থান এবং ১৯৮৮ সনে ১ম শ্রেণিতে ৫ম স্থান অধিকার করে স্নাতকোত্তর সমাপ্ত করেন।শিক্ষাজীবনের শুরু হতে প্রশাসন ক্যাডারে চাকুরী করার স্বপ্ন দেখতেন তিনি।তাঁর সে স্বপ্ন বাস্তবে রূপ ধারন করে ১৯৯৫ সনে বিসিএস পরীক্ষার ১৫ তম ব্যাচে উত্তীর্ন হবার মাধ্যমে।তিনি প্রথমে কুমিল্লা জেলার ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।উপজেলা নির্বাহী হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ও লোহাগড়া উপজেলায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।২০১১ সনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সুনামগঞ্জে।পরবর্তীতে সিলেট আমদানী-রপ্তানী ব্যুরোর উপপরিচালক ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী পদে কর্মরত ছিলেন।

গত ২৯/৩/১৬ তারিখে খুলনা বিভাগের মেহেরপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

পরিমল সিংহ ও স্মৃতি রানী সিনহার সুখী পরিবারের দুই সন্তান, যার মধ্যে প্রথম সন্তান য়ুমনাম থামই সেতু সিলেট অগ্রগামী উচ্চ বিদ্যালয় হতে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে এবং দ্বিতীয় সন্তান য়ুমনাম থাওয়াই জিন।