বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে আওয়ামীলীগের বর্ধিত সভা



download-13-311x186

জীবন পাল::

শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভা ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলে। উপজেলার ৯টি ইউনিয়নে এসব বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়নের জন্য যাদের স্বাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা হলেনঃ মির্জাপুর ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – মোঃ ফিরোজ মিয়া। ২. সাবেক চেয়ারম্যান – মোঃ সুফিয়ান চৌধুরী। ৩. শিক্ষক – বিপ্লব দাশ। ভুনবীর ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – মোঃ আব্দুর রশিদ। ২. সাবেক চেয়ারম্যান – চেরাগ আলী। ৩. যুবলীগ নেতা – বদরুল আলম শিপলু। শ্রীমঙ্গল ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – ভানু লাল রায়। ২. সাবেক চেয়ারম্যান – আফজল হক। ৩. উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক – আবু তালেব বাদশা। সিন্দুর খাঁন ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – আব্দুল্লাহ আল হেলাল ২. যুবলীগ নেতা – মোঃ ফুল মিয়া মহালদার ৩. সাইফুল ইসলাম আছিদ ৪. মোঃ আবরু মিয়া কালাপুর ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – আব্দুল মতলিব ২. উপজেলা যুবলীগের সহ-সভাপতি – শহীদুর রহমান ৩. জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি – মোঃ ফজলুর রহমান। ৪. মজিবুর রহমান মজলু ৫. মোঃ উফরু মিয়া ৬. মোঃ আনোয়ার হোসেন আশীদ্রোন ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – রনেন্দ্র প্রসাদ বর্ধন ২. উপজেলা যুবলীগের সভাপতি – বেলায়েত হোসেন। ৩. ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি – মোঃ আলতাফুর রহমান ৪. বর্তমান ইউপি মেম্বার- মোঃ আবু তাহের ৫. আরজু মিয়া রাজঘাট ইউনিয়নঃ ১.বর্তমান চেয়ারম্যান – উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক – বিজয় বুনার্জী ( একক প্রার্থী)। কালিঘাট ইউনিয়নঃ ১. বর্তমান চেয়ারম্যান – প্রানেশ গোয়ালা ২. উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক – পরিমল সি ৩. রানু দেব সাতগাঁও ইউনিয়নঃ ১.বর্তমান চেয়ারম্যান – রঘুনাথ দেব রিংকু ২. মিলন শীল ৩. সিতারাম অমলিক ৪. হীরালাল কৈরী ৫. ডমনিক সরকার এদের মধ্যে কারা নৌকার কান্ডারী হবেন তা আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারন করবেন। সবাই অপেক্ষায় থাকুন।