শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইউপি নির্বাচন : সিলেট বিভাগের ৪ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা…



 

 
কমলকুঁড়ি রিপোর্ট :

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বিতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার দেশের ৬৩৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে রাত সোয়া ১০টা পর্যন্ত যাদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে তারা হলেন—

1

সিলেট: গোয়াইনঘাটের রুস্তমপুরে শাহাব উদ্দিন শিহাব (বিএনপি), পূর্ব জাফলংয়ে লুৎফুর রহমান লেবু (আ’লীগ বিদ্রোহী), নন্দিরগাঁওয়ে এস আমিরুল ইসলাম (আ’লীগ), আলীরগাঁওয়ে গোলাম কিবরিয়া হেলাল (আ’লীগ), ফতেপুরে আমিনুর রহমান চৌধুরী (আ’লীগ), তোয়াকুলে খালেদ আহমদ (বিএনপি) ও পশ্চিম জাফলংয়ে আবদুস সালাম (আ’লীগ), কোম্পানীগঞ্জের ইছাকলসে কুটি মিয়া (বিএনপি বিদ্রোহী), উত্তর রনিখাইয়ে ফরিদ আহমদ (আ’লীগ বিদ্রোহী), দক্ষিণ রনিখাইয়ে সিদ্দিকুর রহমান খোকন (আ’লীগ বিদ্রোহী), পশ্চিম ইসলামপুর জামাল উদ্দিন (আ’লীগ), তেলিখালে কাজী আবদুল ওদুদ আলফু (আ’লীগ বিদ্রোহী)।

মৌলভীবাজার: জুড়ীর গোয়ালবাড়ীতে শাহাব উদ্দিন লেমন (আ’লীগ), পূর্ব জুড়ীতে সালেহ উদ্দিন (আ’লীগ), পশ্চিম জুড়ীতে শ্রীকান্ত দাশ (আ’লীগ), জায়ফরনগরে মাসুম রেজা (বিএনপি) ও সাগরনালে এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (বিএনপি), বড়লেখা সদরে সোয়েব আহমদ (আ’লীগ), নিজ বাহাদুরপুরে মইনুল ইসলাম (আ’লীগ), বর্ণিতে এনাম আহমদ (আ’লীগ), দক্ষিণভাগে (দক্ষিণ) আজির উদ্দিন (আ’লীগ), সুজানগরে নছিব আলী (বিএনপি), দক্ষিণভাগ (উত্তর) এনাম আহমদ (আ’লীগ), উত্তর শাহবাজপুরে আহমেদ জুবায়ের লিটন (আ’লীগ), তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাশ (আ’লীগ)।

হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জ সদরে আবদুল কুদ্দুস (আ’লীগ), বদরপুরে সুসেনজিৎ চৌধুরী (আ’লীগ), জলসুখায় ফয়েজ আহমদ ফেলু (আ’লীগ বিদ্রোহী), কালাইলছিও নুরুল হক ভূঁইয়া (আ’লীগ) ও শিবপাশায় আলী আমজদ তালুকদার (আ’লীগ বিদ্রোহী)।

সুনামগঞ্জ: ছাতকের সদরে সাইফুল আলম (আ’লীগ), সিংচাপইড়ে শাহাব উদ্দিন সাহেল (আ’লীগ), নোয়ারাই দেওয়ান আবদুল খালিক (আ’লীগ বিদ্রোহী), ভাতগাঁওয়ে আওলাদ আলী (আ’লীগ), খুরমায় (দক্ষিণ) আবদুল মছব্বির (আ’লীগ), গোবিন্দগঞ্জ সৈদেরগাঁওয়ে আখলাকুর রহমান (আ’লীগ বিদ্রোহী), ছৈলার আফজালাবাদে গয়াছ আহমদ (আ’লীগ), ইসলামপুরে আবদুল হেকিম (আ’লীগ), কলারোয়ায় ওদুদ আলম (আ’লীগ), দোলার বাজারে শায়েস্তা মিয়া (আ’লীগ), খুরমা (উত্তর) বিলাল আহমদ (আ’লীগ)।