শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে লোকজ উৎসব উদ্যাপন



DSC06251
মৌলভীবাজার প্রতিনিধি :
পরাণের গহীণ টানে-শীর্ষক লোকজ উৎসব উদ্যাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ। গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম আমতৈল ইউনিয়নের দক্ষিণ চমৎকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উৎসবের উদ্বোধন করেন কৃষক নেতা আব্দুর রাজ্জাক।
বিকেলে উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোকজ উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক জহরলাল দত্ত। উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের যুগ্ম আহবায়ক দীপংকর পাল। বক্তব্য রাখেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, লেখক-গবেষক মাহফুজুর রহমান, আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজিত দাস, এলাকার মুরব্বি সুকুমার দেব, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন ও জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। পরে বৌচি, রুমাল চুরি, দাড়িয়াবান্ধা, ফুলগুডিসহ গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। উৎসব উৎসর্গ করা হয়েছে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও রাধরমণ দত্তের নামে। পরে ছিল সংগীতানুষ্ঠান। এতে শিল্পী অংশুমান দত্ত অঞ্জনসহ বিভিন্ন শিল্পী লোকগান পরিবেশন করেন। রাত নয়টায় উদীচী জেলা সংসদের পরিবেশনা করে গীতিআলেখ্য ইতিহাস কথা কও।