শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইউপি নির্বাচনে আহত-নিহতদের প্রতি দুঃখ প্রকাশ সিইসির



কমলকুঁড়ি রিপোর্ট :

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে যারা আহত ও নিহত হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন। কাজী রকিবউদ্দীন বলেন, নোয়াখালীতে সমস্যা হয়েছে। এছাড়া দেশব্যাপী বিচ্ছিন্ন কিছু সংঘষের্র ঘটনা আমাদের নজরে এসেছে। পাশাপাশি এক আনসার সদস্য নিজের গুলিতে দুর্ঘটনাজনত মৃত্যু বরণ করেছেন। নির্বাচনে আহত ও নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করছি।
দুঃখ প্রকাশ করলেও ভোট উপলক্ষে দিনভর বিভিন্ন ইউপিতে অনিয়ম, ভোটগ্রহণ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি ইসি।
এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত ৭১২টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ছয় ধাপে দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ছিল প্রথম ধাপ। বুধবার (২৩ মার্চ) হবে টাঙ্গাইলের নাগরপুরের ১১ ইউপির ভোট এবং ২৭ মার্চ হবে কক্সবাজারের টেকনাফের দুটি ইউপির ভোট।