বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এক মাসেই সৌদিতে ৫৬ জনের শিরশ্ছেদ



আন্তর্জাতিক ডেস্ক:

32_11

সৌদি আরবে আজ (সোমবার) আরো এক ব্যক্তিকে শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে দেশটিতে গত এক মাসে ৫৬ জনের শিরশ্ছেদ করা হলো। উত্তরাঞ্চলীয় তাবুক শহরে আহমাদ আল-হারবি নামে এ ব্যক্তির শিরশ্ছেদের নির্দেশ কার্যকর করা হয়।

ফাহাদ আল-বালাউয়ি নামে সৌদি আরবেরই এক নাগরিককে ছুরে মেরে ও গুলি করে হত্যার জন্য হারবিকে শিরশ্ছেদ করা হয়। গত ২৭ জানুয়ারি সৌদি আরব মিশরের একজন নাগরিককে চুরি ও হত্যার দায়ে শিরশ্ছেদ করে। দেশটিতে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করা মৃত্যুদণ্ড কার্যকরের একটি সাধারণ প্রক্রিয়া।

সৌদি আরব বর্তমানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের শীর্ষ পর্যায়ের একটি পদে আছে। তবে দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে। গত বছর ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৩ জনকে শিরশ্ছেদ করেছে সৌদি সরকার। তবে চলতি বছর প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আনড়-নিমরসহ কয়েকজন বিরোধী রাজনীতিককে শিরশ্ছেদ করার কারণে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর:আইআরআইবি।