মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বড়লেখা পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা



19402216_1702697713093016_3590840073482026444_oলিটন শরীফ, বড়লেখা থেকে

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ২১ জুন বিকেলে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
তিনি পৌরসভার আগামী অর্থবছরের সর্বমোট ৩১ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৯শ’ ৯৩ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৯৯৩ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৯৯৩ টাকা এবং মোট রাজস্ব উদৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন আয় ২৯ কোটি ১০ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৯ কোটি ১০ লাখ টাকা ধরা হয়েছে।
কাউন্সিলর জেহিন সিদ্দিকীর সঞ্চালনায় কাউন্সিলর আলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক লিটন শরীফ, সহকারী প্রকৌশলী নুরুল আলম, পৌর কাউন্সিলার আব্দুল মতিন,কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু,কাউন্সিলার আব্দুল হাফিজ ললন,কাউন্সিলার রাহেন পারভেজ রিপন, মহিলা কাউন্সিলার শেফা বেগম, আছমা বেগম, রুজিনা বেগম প্রমুখ।