শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

একজন গাছ মানব !



 4444

কমলকুঁড়ি ডেস্ক রিপোর্ট ।।

বিরল রোগে আক্রান্ত বাংলাদেশের গাছ মানব আবুল বাজেদারের রক্ত ও লালাসহ বিভিন্ন নমুনা যুক্তরাষ্টে পাঠানো হচ্ছে। আবুল বাজেদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ওই নমুনার পরীক্ষার ফল আসার পর চিকিৎসকেরা কাজ শুরু করবেন। এদিকে গাছ মানব বাজেদারকে দেখতে আজ আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। মেডিকেল বোর্ডের সদস্য এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ও বার্ণ ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ইন্দোনেশিয়ায় একই রকম উপসর্গ নিয়ে একজন ব্যক্তি দীর্ঘদিন ভুগেছেন। যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক তার চিকিৎসা করেন। ওই চিকিৎসক আবুলের চিকিৎসার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। খুলনার পাইকগাছার বাসিন্দা আবুল বাজেদার গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।  হাত-পায়ের আঙুলের অগ্রভাগ দেখতে অনেকটা গাছের শেকড় বা ডালপালার মতো। শরীরের আছে আঁচিলের চিহ্ন। হাত-পায়ের আঁচিল থেকেই ক্রমে বৃক্ষ শিকড় সদৃশ অবস্থার সৃষ্টি। বিরল এই রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ৫১৫ কক্ষে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা এই রোগকে ট্রি-ম্যান হিসেবে আখ্যায়িত করেছেন। চিকিৎসকদের ধারণা, আবুল এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এ ছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে। এদিকে বিরল রোগে আক্রান্ত ‘গাছ মানব’ আবুল বাজানদারকে দেখতে আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। আবুলের চিকিৎসাসহ যাবতীয় সবকিছু তারাই দেখাশোনা করবে এবং চিকিৎসার সব খরচ তারাই বহন করবে। এমন তথ্য জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার। তিনি জানান, ‘আবুলের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। আজকে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে নমুনা সংগ্রহ করতে। এরপর সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। পরে আবুলকে পর্যায়ক্রমে অপারেশন করা হবে।’