শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারের রাজদিঘীরপাড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত ॥ সভাপতি জগলু, সম্পাদক ফজলুর



 ॥ কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীরপাড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্টু, শান্তি শৃঙ্খলা ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বাজারের ফখর উদ্দিন চৌধুরীর অফিস কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াছুর রহমান মরহম জানান, ৭টি পদে ২২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ১৪৬ ভোটের মধ্যে কাটিং হয়েছে ১৪২টি। সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে জগলু রহমান চকদার (ছাতা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ডাঃ নুরুল ইসলাম (আনারস) ৩৩ ও  মোঃ আছকন মিয়া (চেয়ার) ২৫ ভোট পান। সহসভাপতি পদে আব্দুল কালাম (মোমবাতি) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি সমুজ মিয়া (তালা) ৩৬ ও বশির মিয়া (চশমা) ২৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান (গরুরগাড়ী) ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ইসমাইল হুসেন (বল) ৩৬, মোঃ হাসান মিয়া (মোটরসাইকেল) ৩৬ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে অমল কান্তি দাস দুদুল (বাল্ব) ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি সাজ্জাদুর রহমান (হরিণ) ৬৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে হরমুজ মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে রাজন মিয়া (মই)  ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জাকির হোসেন (টেলিভিশন)  ৫০ ভোট পান। সদস্য পদে মোতালিব মিয়া (ডাব) ১১৪, হুরমত মিয়া (পাখা) ১১৪, নিবারন দাস (টিয়াপাখি) ১১৩, স্বপন দেবনাথ (আম) ১১০, সুধাংশু রঞ্জন দাস (মাছ) ১০৯, লিয়াকত মিয়া  (মোরগ) ১০৫, তাজুল ইসলাম (বই) ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধি অলক ভট্টাচার্য্য (টেবিল) ৭৩ ভোট পান।
নির্বাচনে রিটানিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। নির্বাচনের কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াছুর রহমান মরহম, সহকারি নির্বাচন কমিশনার মোঃ কদ্দুছ, ডাঃ রাকেশ মোহান্ত, নিখিল কান্তি গোস্বামী, শাহীন আহমদ। অতিথি হিসাবে নির্বাচন পর্যবেক্ষন করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক পিন্টু দেবনাথ, মিজানুর রহমান প্রমুখ।