শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন



5869_1175420439153693_1064097567734401675_n

কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তাঁরমধ্যে

১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছা: মুসলিমা বেগম (আঙ্গুর মার্কা) ১৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোছা: রোকিয়া বেগম (কাঁচি) ১২১১ ভোট পান।

৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছা: আয়েশা সিদ্দিকী ( আঙ্গুর) ১১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী নার্গিস বেগম ৭৭০ ভোট পান। অপর প্রতিদ্বন্ধি এনি বেগম ৫৭৫ ভোট ও মোছা: আরফা আক্তার (মৌমাছি) ৫৬৭ ভোট পান।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শিউলী আক্তার শাপলা (কাঁচি) ১৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি রীতা রানী পাল (আঙ্গুর) ৭৯৯ ভোট ও ফয়জুন নেছা (ভ্যানটি ব্যাগ) ৬৮১ ভোট পান।