রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে প্রতীক, পোস্টার লিফলেটে সয়লাব



কমলকুঁড়ি রিপোর্ট ॥
প্রতীক বরাদ্দের পর পাল্টে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার দৃশ্যপট। প্রতিক ,পোস্টার আর লিফলেটে সয়লাব এখন গোটা পৌর এলাকা। যেন বিরাজ করছে নির্বাচনী উৎসব। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা পুরোদমে নেমে পড়েছেন ভোটযুদ্ধে। ভোটারদের মনজয় করতে ছুটছেন দ্বারে দ্বারে।
নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ৭ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে ৯ এবং কাউন্সিলর ৩০ জন সহ রয়েছেন ৪৬ জন প্রার্থী। আগে উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ ও কুশল বিনিময়ে সীমাবদ্ধ থাকলেও এখন একযোগে চলছে মাইকিংয়ে প্রচারণা। প্রতীক বরাদ্দের পর পরই পুরো পৌরশহর ছেয়ে গেছে প্রার্থীদের মার্কাসহ পোস্টারে। কোথাও কোথাও প্রদর্শীত হচ্ছে প্রতিকে প্রতিচবি। পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মূল লক্ষ্য এবার কলোনি ও ভাসমান ভোটার। রাস্তাঘাট, হোটেল রেস্তোরাঁ, বাসা-বাড়ি, মসজিদ-মাদ্রাসাসহ সর্বত্রই লেগেছে নির্বাচনী ঢেউ। এর আচড় লেগেছে পৌর এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতেও। ৯.৮৩বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভার ১১ হাজার ৭৩১ জন ভোটারদের মন জয় করতে মরিয়া ৪৬ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহমেদ ( নৌকা ) প্রতীক নিয়ে দলীয় কর্মী-সমর্থদের নিয়ে গণসংযোগ করেন পৌর সদরে। বিএনপি মনোনীত প্রার্থী আবু ইব্রাহিম জমসেদ (ধানের শীষ ) প্রতীক নিয়ে, বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র হাছিন আফরোজ চেীধুরী (জগ) প্রতিক নিয়ে, বিএনপি একাংশের সমর্থিত স্বতন্ত্র জাকারিয়া হাবিব বিপ্লব ( নারিকেল গাছ ) প্রতিক নিয়ে এবং খেলাফত মজলিসের প্রভাষক নজরুল ইসলাম (দেওয়াল ঘড়ি) প্রতিক, জাতীয় পার্টির রফিকুল ইসলাম (লাঙ্গল) প্রতিক, স্বতন্ত্র মাসুক মিয়া (মোবাইল ফোন) প্রতিক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন। এছাড়া ৩০ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন। প্রার্থীরা এলাকাবাসীকে দেখা মাত্র সালাম দিচ্ছেন আর দোয়া চাচ্ছেন। সব কিছু মিলে পৌর এলাকায় চলছে নির্বাচনী উৎসব। এদিকে পৌর নির্বাচনে মাইকিংয়ের শহরে পরিণত হয়েছে কমলগঞ্জ পৌরসভা।