রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে র‌্যাবের অভিযানে ভারতীয় শাড়ীসহ আটক-১



 

সংবাদদাতা ॥
মৌলভীবাজার সদর থানাধীন সমশেরনগর রোডস্থ চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে র‌্যাব। ৪ অক্টোবর রোববার দুপুরের দিকে র‌্যাব-৯, সিলেট সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে মনসুর আলী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দত্তগ্রামের আহম্মদ আলী শাহের ছেলে।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ বেল্লাল হোসেন মল্লিকের নেতৃত্বে এ অভিযানে আনুমানিক ১১,৮৯,০০০ টাকার ৩৬৬ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এছাড়াও ১টি প্রাইভেট কার (নম্বর-ঢাকা মেট্রো-গ-১১-৫১৫২) আটক করা হয়। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী, প্রাইভেট কারসহ আটক ব্যক্তিকে মৌলভীবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।