রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে তরুণের আত্মহত্যা



মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারে রুমন আহমদ (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের দুই নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায় আম গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

রুমন ওই এলাকার রুশন আলীর ছেলে।

জানা যায়, বাড়ির পাশের আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুমনের ঝুলত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।

১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুল সুবাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে এ ঘটনাটি ঘটতে পারে।