বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজার-৩ আসনে ভোটের মাঠে নামছেন আলহাজ্ব আলাউর রহমান টিপু



মৌলভীবাজার প্রতিনিধি:

11

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৩ (মৌলভীবাজার -রাজনগর ) আসনে তাকে ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে। এমন তথ্য জানিয়েছেন একাধিক সুত্র।মৌলভীবাজার ৩ আসন থেকে মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলাউর রহমান টিপু মনোনয়নপত্র ক্রয় করবেন বলে জানা গেছে। এমনটি হলে এ আসনে আওয়ামীলীগ -বিএনপির ভোটের মাঠে ফ্যাক্ট হতে পারেন আলহাজ্ব আলাউর রহমান টিপু। এদিকে আলহাজ্ব আলাউর রহমান টিপুর সমর্থকরা বলছেন,যদিও বিষয়টি এখনও রাজনৈতিক অঙ্গণে প্রকাশ পায়নি। নাম প্রকাশ না করার শর্তে এর সত্যতাও স্বীকার করে তার সমর্থকরা জানিয়েছেন, আসন্ন একাদশ নির্বাচনে আলহাজ্ব আলাউর রহমান টিপু অংশ গ্রহণে কোনো সিদ্ধান্ত চুরান্ত হয়নি। শেষমেষ আলহাজ্ব আলাউর রহমান টিপু নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে প্রতিক চাইতে পারেন।কয়েক দিন যাবত এনিয়ে টক অব দ্যা মৌলভীবাজার -আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু কি নির্বাচনে আসছেন?বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের হাটবাজার -চা ষ্টলে চলছে চুলচেরা বিশ্লেষণ। মৌলভীবাজারের সচেতন মহলের ধারণা, মৌলভীবাজার ৩ আসনসহ আল্লামা ফুলতলী(রহ:)এর লাখ লাখ অনুসারী-মুরীদীন-মুহিব্বিন রয়েছেন তারা আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপুর পাল্লাকে ভারী করতে সহায়ক ভুমিকা পালন করবে।কারণ,বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মী সমর্থকরা তার জন্য একাট্রাভাবে কাজ করবে।ফুলতলী সিলসিলার একজন খাস লোক হিসেবে আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু মৌলভীবাজার -৩ আসনে প্রার্থী হলে বিজয়ের মালা পরবেন এমনটি মনে করছেন সচেতন মহল। জহিরুল ইসলাম,পাবেল,নাহিদুল ইসলামসহ কয়েকজন সমর্থক বলেন,মৌলভীবাজার -৩ আসনে আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।কারণ,তিনি একজন দায়িত্বশীল দাতা ব্যক্তি হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠন ও পারিবারিক উদ্যোগে মানবসেবায় কাজ করে যাচ্ছেন।তিনি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান,উনার দাদা আলহাজ্ব মরহুম মছদ্দর আলী ১৯৭৩ ইং সনে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দক্ষ জনপ্রতিনিধি ছিলেন,উনার পিতা লন্ডনের সুরমা বাঙ্গালী কমিউনিটির সাবেক তিন বারের সফল চেয়ারম্যান ছিলেন-কাজ করেছেন আর্তমানবেতার সেবায় -অবদান রেখেছেন বহু মসজিদ-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্টানে। এব্যপারে মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু এ প্রতিনিধিকে বলেন,পারিবারিক সিদ্বান্ত ও সংগঠনের নির্দেশনা পেলে বিবেচনা করবো। কারণ, গত উপজেলা নির্বাচনে প্রচুর ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনগণ যুব নেতৃত্ব চায়, পরিবর্তন চায়। দেশ ও সমাজের উন্নয়ন হতে হলে যুব নেতৃত্বের প্রয়োজন রয়েছে।