শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টধারী



 ডেস্ক রিপোর্ট ।।

মায়ানমারের ৫০ হাজার রোহিঙ্গা বিদেশে কাজ করছে বলে তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। একইসঙ্গে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে নীতিগত কঠোর অবস্থানের ঘোষণাও দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য দেন। মন্ত্রী বলেন, কমপক্ষে ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওখানে (বিদেশে) আছে, কাজ করছে। জায়গাটা আমাদের, তারা দখল করে নিয়েছে।

তাদের যদি পাসপোর্ট দেয়া না হত, তাহলে ওই জায়গায় আমরা থাকতাম। তিনি বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে কারা ? আমরাই তো…? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরা তাদের সনদ দিচ্ছেন। দুই-চার, পাঁচ-দশ হাজার টাকার জন্য তাদের সার্টিফিকেট দিয়ে দেয়া হচ্ছে।

তাদের যদি আমরা পাসপোর্ট না দিই তাহলে কি তারা আমাদের জায়গাটা দখল করতে পারত? আর বিদেশে গিয়ে তারা যেসব অপকর্ম করে সেগুলোর দায়ও তো আমাদের ঘাড়ে পড়ত না।’