শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আগামী ৩ বছর পর দেশে আর দারিদ্র থাকবেনা। -শ্রীমংগলে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত



11828664_956216337779214_3911001055066741504_n
ষ্টাফ রিপোর্টার ।।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী ৩ বছর পর দেশে আর দারিদ্র থাকবেনা।দারিদ্রতা কমে ২২ শতাংশে নেমে এসেছে। সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সব সময় ১০ থেকে ১৪ শতাংশ দারিদ্রতা থাকবে।জনকল্যাণই আওয়ামীলীগ সরকারের একমাত্র লক্ষ্য। ৮ বছরে দেশের অনেক কিছু বদলে গেছে। মন্ত্রী ২ আগষ্ট মৌলভীবাজারের শ্রীমংগল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর কনফারেন্স হলে জাতীয় রাজস্ব বোর্ড এবং ওয়ার্ল্ড কাস্টম ওরগেনাইজেশন আয়োজিত ‘নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ কৌশল’ শীর্ষক ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, রাজস্ববোর্ড সক্রিয় না হলে বিশাল বাজট বাস্তবায়ন সম্ভব নয়। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকলাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাপান কাষ্টম বিভাগের আইটি স্পেশালিষ্ট মাসাসি গোবারা এবং ওয়ার্ল্ড কাস্টস’র জুনকু ইয়ামামাতু। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুন্নাহার সাহানা এমপি, মুনিম চৌধুরী বাবু এমপি, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা। কর্মশালায় এনবিআরের ২৮ জন এবং বাণিজ্য মন্ত্রনালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, কপিরাইট অফিস এবং এফবিসিসিআইসি থেকে ৮ জন সহ মোট ৩৬ জন অংশ নেন।

11825859_956212824446232_4571514845913254094_n

এর আগে সকাল ১১ টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরে
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কে মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ
বাসীর পক্ষ থেকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।