শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট- কমলগঞ্জের ইউআরসি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক



unnamed-190
কমলকুঁড়ি রিপোর্ট ।।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে সিলেট বিভাগীয় পর্যায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা রিসোর্ড সেন্টার প্রশিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা-জেলা পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিত হয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে ৪টি জেলার মধ্যে শ্রেষ্ট নির্বাচিত হয়েছে। সম্প্রতি সিলেট প্রাথমিক অধিদপ্তর হতে তাকে শ্রেষ্ট হবার খবর জানানো হয়েছে। তিনি বিভাগীয়  শ্রেষ্ট নির্বাচিত হওয়ায় কমলগঞ্জের শিক্ষক সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।
মোহাম্মদ মোজাম্মেল  হক  ১৯৭৩ সালে  নরসিংদী জেলায় জন্ম গ্রহন করেন। বাবা অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. আব্দুল লতিফ। মা জরিনা আক্তার খাতুন গৃহিনী। ১৯৯৬ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে এম এস এস ডিগ্রী  অর্জন(১ম শ্রেনীতে ১ম), ২০০৫ সালে এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ হতে বিএড ডিগ্রী ও ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউট হতে শিক্ষা প্রশাসনে এম.এড ডিগ্রী অর্জন (২য় শ্রেণীতে ১ম) করার পর ২০০০ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদান করে ইংলিশ অব একশন, বেটার হেল্থ বেটার এডুকেশন, টিচার সাপোর্ট নেটওর্য়াক ডথ লেসন ষ্টাডি, একাডেমীক তত্বাবধান, চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার, শারীরিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, বিষয় ভিত্তিক প্রশিক্ষন লিডারশীপ, বুনিযাদি প্রশিক্ষন গ্রহন করেন। ২০০৮ সালে তিনি কমলগঞ্জ উপজেলা রিসোর্ড সেন্টারের ইনসট্রাক্টর হিসাবে যোগদান করেন। কমলগঞ্জ রিসোর্ড সেন্টারে যোগদানের পর হতে  অত্র কমলগঞ্জের শিক্ষক/শিক্ষিকাদের পাঠ দক্ষতার ভুমিকা পালন করছেন। একজন দক্ষ প্রশিক্ষক হিসাবে কমলগঞ্জে সুনাম অর্জন করেছেন। মোজাম্মেল হক মাষ্টার ট্রেইনার হিসাবে শারীরিক শিক্ষা বিজ্ঞান ও বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কাজ করছেন। প্রতি মাসে দল গঠন বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। বর্তমানে শত শত শিক্ষক প্রশিক্ষনগ্রহন করে বিদ্যালয়গুলোতে বাস্তবে কাজে লাগাচ্ছেন। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ  উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রশিক্ষক মনোনীত হয়ে মৌলভীবাজার জেলা পর্যায়ে অংশ নিয়ে জেলার শ্রেষ্ট হিসাবে সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ নেন। সিলেট  ৪ জেলার প্রশিক্ষকদের  মধ্যে কমলগঞ্জের রিসোর্ড সেন্টার কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সিলেট বিভাগীয় অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৩ সালেও তিনি জেলার শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলেন। মোজাম্মেল হকের এমন সাফল্যে কমলগঞ্জে শিক্ষক সমাজ অভিনন্দন জানিয়েছেন।