ডেস্ক রিপোর্ট ।।
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশি। আজ শুক্রবার এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। বাংলাদেশি তিনজন নিহতদের পরিচয় জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, এখনো তা জানা যায়নি।