বুধবার, ৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শেভরণ শিক্ষা কর্মসূচীঃ নবীগঞ্জে শিক্ষার মানোন্নয়নে নবদিগন্তের সূচনা ঘটেছে



Syed-Aziz-Habib-School-2

স্টাফ রিপোর্টারঃ

শেভরণ বাংলাদেশ তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে
বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসফিল্ড ও তদসংলগ্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য,
চিকিৎসা, জীবিকায়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জাতীয় উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার
(বিডিএসসি)’-কে চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি শিক্ষা কর্মসূচীর
বাস্তবায়ন অংশীদার হিসেবে নিযুক্ত করেছে।
যার ধারাবাহিকতায় ঝড়ে পড়া হ্রাস, ছাত্রী ভর্তির হার বৃদ্ধিসহ শিক্ষার
মানোন্নয়ন ও বিকাশের উদ্দেশ্যে সিলেট ও হবিগঞ্জ জেলার ২৬টি শিক্ষা
প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। ষষ্ঠ থেকে উচ্চ
মাধ্যমিক শ্রেণী পর্যন্ত ১২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চার
হাজার টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে এবং এসএসসি
পরীক্ষায় ‘গোল্ডেন এ প্লাস’ ও ‘এ প্লাস’ প্রাপ্তদের সংবর্ধনা ও
শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ সম্পর্কে বিডিএসসি’র টীম লিডার জহুরুল
ইসলাম বলেন, মূলতঃ এধরণের আর্থিক প্রণোদনা দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের
সন্তানদের শিক্ষার্জন অব্যাহত রাখছে এবং ঝড়ে পড়া রোধ করেছে। অনেকক্ষেত্রে
শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে তুলছে।
শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাতাদের নিয়ে সমাবেশ, অভিভাবক
সমাবেশ, শিক্ষক-ম্যানেজিং কমিটির সাথে অবহিতকরণ সভাসহ বিভিন্ন ধরণের
সভা-কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক
নিয়োগ, শিক্ষকদের উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের মানোন্নয়নের
উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল শক্তিশালীকরণ, টিউবওয়েল
স্থাপন, পায়খানা সংস্কার, বিজ্ঞানাগারে রাসায়নিক দ্রব্য ও উপকরণ এবং
ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
ওয়াকিফমহল মনে করেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সর্বোপরি শিক্ষা
প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যতিক্রমধর্মী ও অভিনব কর্মসূচী বিবিয়ানা ও
জালালাবাদ গ্যাসফিল্ড ও তদসংলগ্ন এলাকায় নব দিগন্তের সূচিত হয়েছে।