শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান



Pic-1
কমলকুঁড়ি রিপোর্ট :
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট ইউ.কে এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাবদ শিক্ষাবৃত্তি ও এম, এ, সবুর পাঠাগারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ড সদস্য রিপন ইসলাম ময়নুনেল সভাপতিত্বে এবং সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও  ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ইফতেখার আহমেদ বদরুল।

11667480_1604412426506308_4549664605028946948_n

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ’র সম্পাদক মো. সানোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, এম, এ, সুবর পাঠাগারের পরিচালক সাংবাদিক শাব্বির এলাহী, নারীনেত্রী শেখ মনোয়ারা, পতনঊষার ইউপি সদস্য সদস্য নারায়ণ মল্লিক সাগর প্রমুখ। অনুষ্ঠানে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট ইউ. কে এর পক্ষ থেকে কমলগঞ্জের ৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে কলেজে ভর্তি ও বই-খাতা কেনার জন্য নগদ ১৫ হাজার টাকা ও আদমপুর এম, এ, সবুর পাঠাগারের উন্নয়নে নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

11026208_1604443503169867_869101212084968875_n
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহায়তা সহ সমাজকল্যাণ মূলক বিভিন্ন কর্মকান্ডের জন্য আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।