শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারের পৌরসভার ৬০ কোটি ৫৯ লাখ ৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা



11701146_864854736915896_3852637095299054077_n

মৌলভীবাজার থেকে সংবাদদাতা ।।

মৌলভীবাজার পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের ৬০ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৩শত ৭৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।রোববার (২৮ জুন ১০ রমজান ) বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে এক জনাকীর্ণ সুধী সমাবেশে ২০১৫ -২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন ।আয় খাত হচ্ছে সরকারী অনুদান (এডিপি) প্রকল্প খাতে ৪ কোটি ২০ লক্ষ টাকা, পৌর পানি সরবরাহ শাখার আয় ১ কোটি ৩৫ লক্ষ ১১ হাজার ৯শত টাকা, হাট-বাজার, অস্থানী কুরবানীর গরুর বাজার বেরী লেইক,বাসষ্ট্যান্ড,খেয়াঘাট পাবলিক টয়েলেট ও পুকুর ইজারা ৫৯ লক্ষ টাকা,পৌর সম্পত্তি ভাড়াবাদ ২৬ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৯৮ টাকা। ব্যয়ের খাত হচ্ছে পৌর পানি সরবরাহ ব্যয় ১ কোটি ৩৫ লক্ষ ৭ হাজার,আনুসাংগকি অফিস ব্যয় ৫৫ লক্ষ ২২ হাজার ৫শত ২০ টাকা, সামাজিক কার্যক্রম খাতে ব্যয় ৪০ লক্ষ টাকা,শিক্ষা খাতে ব্যয় ৬০ হাজার,কর আদায়করণ খরচ ৮ লক্ষ , ক্ষুদ্রঋণ খাতে ঋণ প্রদান,২৮ লক্ষ ১৪ হাজার ৮শত ৬০ টাকা । প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন বলেন, এ অর্থ বছরে নুতন কোনো কর আরোপ করা হয়নি। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।বাজেট অধিবেশনে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সপাল ফজলুল আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, কাউন্সিলর নাহিদ হোসেন, কাউন্সিলর স্বাগত কিশুর দাস চৌধুরী প্রমুখ। বাজেট ঘোষণাকালে প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর, সুশীল সমাজ,এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিরাসহ কর্মরত বিভিন্ন অনলাইন,প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।