শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আদালতের নির্দেশনা অমান্য ! সাংবাদিককে হত্যার চেষ্টা



GD[1]52[1]
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে কমলগঞ্জে আদালতের নির্দেশনা অমান্য করে বিরুদপৃর্ন জমি জবরদখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন প্রতিবেশী মহিলা আছমা বেগম (৪৫) ও নুছরাত জাহান আরিফা (২০)। এ ঘটনায় জাতীয় অনলাইন বিডিভিউ২৪.কম এর সিলেট বিভাগীয় প্রধান, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর ষ্টাফ রির্পোটার, কমলগঞ্জ রির্পেটার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু) কার্যনিবাহী সদস্য সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী কমলগঞ্জ থানায় সাধারন ডায়েরী (নং-৭৩৭, তারিখ ঃ ২০/০৫/২০১৫ইং) করেছেন। জানা যায়- সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী ও প্রতিবেশী হোসাইন আলীর স্ত্রী আছমা বেগম‘র সাথে রামেশ্বরপুর মৌজার অন্তর্গত জেএলনং-৩৬, খতিয়ান নং-এসএ-২৪৩, ডিপি দাগ নং- ৭০৪ এর মধ্যে ৭ শতক পৈত্রিক ভৃমি নিয়ে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে (নং-১১৭/২০১৪ইং, (কমল) মামলা বিচারাধীন রয়েছে। আদালত ১ম পক্ষের অর্থাৎ সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী‘র ভোগদখলীয় ভৃমিতে যাতে মামলা চলাকালীন অবস্থায় ২য় পক্ষ অর্থাৎ মোছাঃ আছমা বেগম গংরা তপসীল বর্নিত ভৃমিতে বে আইনী ভাবে প্রবেশ করিয়া যাতে অশান্তি সৃষ্টি না করেন এবং যে পক্ষ যে অবস্থায় আছেন সেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশনা পেয়ে কমলগঞ্জ থানা এ ব্যপারে পক্ষগনকে বিরোধীয় ভৃমিতে শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। গত ১৮ মে দুপুরে সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী জমিতে হাল চাষ করতে গেলে  আছমা বেগম ও তার মেয়ে নুছরাত জাহান আরিফা বটনি দা দিয়ে হঠাৎ দৌড়ে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে দা দিয়ে কোপ মারার চেষ্টা করে তখন ইদ্রিছী কৌশলে আন্তরক্ষা করেন। তখন আছমা বেগম অশ্রিল ভাষায় গালীগালাজ করে সাংবাদিককে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করেন। কমলগঞ্জ রির্পোটার্স ইফনিটি, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এ ঘঠনায় নিন্দা জানিয়ে সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছীকে হত্যার হুমকি প্রদান কারীদের বিরুদ্ধে তদন্তপৃর্বক আইনগত যতাযত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে । এ ব্যাপারে অভিযুক্ত আছমা বেগম‘র সাথে যোগাযোগ এর চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।