শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইন্দোনেশিয়ার বাংলাদেশীদের উদ্ধার



কমলকুঁড়ি  ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জেলেরা সুমাত্রা দ্বীপের কাছে সাগরে নৌযানে ভাসতে থাকা ৭৯৪ অভিবাসীকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। ওই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে ৭০০ বাংলাদেশি ও ৯৪ জন রোহিঙ্গা রয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের লাংশা শহরের কর্মকর্তা খায়রুল নোভা টেলিফোনে বার্তা সংস্থা রয়টর্সকে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জেলেরা সাগরের মাঝে নৌযানে ভাসতে থাকা ৭৯৪ অভিবাসীকে দেখতে পায়। জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাদেরকে বন্দরের একটি গুদাম ঘরে রাখা হয়েছে। তার আগে গত রোববার ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ম্যানতাং পুনতংগামী দুটি নৌকা থেকে ৬০০ রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড ও পুলিশ।