শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়া জাতীয় উদ্যানে নার্সারী উন্নয়ন ও মিশ্র বাগান সৃজন শীর্ষক মতবনিমিয় সভা



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে নার্সারী উন্নয়ন ও মিশ্র বাগান সৃজন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষনা কেন্দ্র চট্রগ্রামের সহায়তায় লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে (পল্লীতে) শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবনিমিয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো: শহিদ উল্যা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য বন গবেষনা কর্মকর্তা শর্মিলা দাস ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা (বন গবেষনা কেন্দ্র) জোনায়েদ আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পত্মী ও খাসিয়া ছাত্র নেতা সাজু খাসিয়া। নারী পুরুষ মিলে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনবাসী ৫০ জন উপস্থিত ছিলেন মত বিনিময় সভায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর আগে একটি সমৃদ্ধ নার্সারী ছিল। একন তা অনেকটা বিলুপ্তির পথে। এমনই বিষয় মতবিনিময়কালে উঠে আসলে অতিথিরা বলেন, এখন থেকে এখানেই কিভাবে নার্সারী উন্নয়ন করে মিশ্র জাতের গাছ গাছালি সৃজন করা যায় এ বিষয়ে বন গবেষনা কেন্দ্র চট্রগ্রাম প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।