শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত



জ
কমলকুঁড়ি রিপোর্ট ॥
শিক্ষিত  মা এক সুরভীত  ফুল, প্রতিটি  ঘর হবে এক একটি স্কুল এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক র‌্যালী বের  করা হয়। র‌্যালী শেষে উপজেলা প্রশাসন  ও  উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইফতেখায়ের হোসেন ভূঁঞার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মনিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুদ্দিন আহমেদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, ওমর ফারুক, নাফিউর নূর, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিন প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।