রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বড়লেখায় জামায়াতের ওয়ার্ড সভাপতি গ্রেফতার



বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউপি’র ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদ আহমদ (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের বাসিন্দা আকবর আলীর পুত্র। ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওহিদকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ওহিদ আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশ এসল্ট, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে ১০টিরও বেশী মামলা রয়েছে।