শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চাচা শ্বশুরকে স্বামী বানিয়ে মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ মুক্তিযোদ্ধা একজন ভাতা খায় অন্যজন !



77
ইমাদ উদ দীন॥ 
তিনি একজন চা শ্রমিক মুক্তি যোদ্ধা। দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুরের চাতলাপুর বাগানের পালকিছড়ায় বসবাস মুক্তিযোদ্ধা সীতারাম ভর ওরফে গংগারাম ভরের। গৃহহীন এই মুক্তিযোদ্ধার থাকা খাওয়ার নেই কোন নিশ্চয়তা। তাই ভিক্ষে করেই এখন চলে তার জীবন জীবীকা। এলাকার একটি পরিত্যক্ত চায়ের দোকানেই গড়েছেন তার অস্থায়ী নিবাস। তার এমন অসাহয়ত্বকে পুঁজি করেই তার কয়েকজন স্বজনই সংশ্লিষ্টদের সহযোগীতা নিয়ে তার সাথে করছেন প্রতারণা এমন অভিযোগ তার। তিনি জানান তারই আপন ভাতিজার স্ত্রী রাম পিয়ারী ভর তাকে তার মৃত স্বামী বানিয়ে তার মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ করছেন। জীবত চাচা শ্বশুর কে নিজের মৃত স্বামী বানিয়ে তার মুক্তিযোদ্ধার ভাতা আতœসাৎ করার বিষয়টি স্থানীয় ভাবে জানা জানি হলে এখন এ  নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় ধিক্কার জানিয়ে এমন অদ্ভুদ প্রতারণার সাথে সম্পৃক্ত সকলকে শাস্তির আওতায় আনার দাবীও জানাছেন স্থানীয় বাসিন্ধারা। পরিবার পরিজন ও ভাতা প্রদান কারী সংশ্লিষ্টদের এমন প্রতারণার কারণে বয়সের ভারে নূজ্য ওই অসুস্থ মুক্তিযোদ্ধা এখন অনেকটাই মানুষিক ভাবেই ভেঙ্গে পড়েছেন। জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের ডানকান ব্রাদার্সের মালিকানাধীন চাতলাপুর চা বাগানের পালকিছড়া ভর টিলায় জন্ম এই চা শ্রমিক মুক্তিযোদ্ধা সীতারাম ভরের। যুবক বয়সে সীতারাম দেশের টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে তিনি হয়ে যান কিছুটা মানসিক বিকারগ্রস্থ। নিজ এলাকায় বসবাস করলেও কয়েক বছর আগে অসুস্থতা ও অভাব অনটনসহ নানা কারণেই তিনি হয়ে জান এলাকা ছাড়া। আর  কৌশলে এই সুযোগই কাজে লাগায় তার মুক্তিযোদ্ধার ভাতা আতœসাৎকারী ওই চক্র। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে (নিজস্ব কোন বাসস্থান না থাকায় বর্তমানে তিনি) অস্থায়ী নিবাস গড়েছেন চাতলাপুর চা বাগানের মন্দিরের পাশে একটি পরিত্যক্ত চায়ের দোকানে। আর এরই সুত্র ধরে বেরিয়ে আসে থলের বিড়াল। একপর্যায়ে স্থানীয়দের মধ্যে জানা জানি হয় তার মুক্তিযোদ্ধার ভাতাটি ভাগভাটোরা করে আতœসাতের অভিনব ফন্দি। সীতারামের মামাত ভাই পঞ্চম ভর এবং ওই এলাকার বাসিন্ধা শ্রীবানন ভর ও নারায়ণ গোয়ালাসহ অনেকেই জানান সীতারামের আপন ভাতিজা বাবুয়া ভরের স্ত্রী রাম পিয়ারী ভর তাকে (সীতারামকে) মৃত স্বামী বানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন চিনু ও ইউপি সদস্য রাধা কুর্মির সহযোগিতায় দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ করে আসছেন। অথচ সীতারাম রাস্তায় রাস্তায় জীবীকার টানে ভিক্ষে করছেন। তারা ক্ষোভের সাথে বলেন যারা জীবিত লোককে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন তাদের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পঞ্চম ভর অভিযোগ করে বলেন, তিনি এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে গেলেও তারা সীতারাম ভরকে কোনও সার্টিফিকেট দিতে রাজি হননি। কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে গেলে তিনিও বিষয়টির কোন সুরাহা করে দেন নি। মুক্তিযোদ্ধা সিতারামের বোন বাসন্তি ভর বলেন নানা কৌশলে  তার ভাইয়ের ভাতা আতœসাৎকারী দের বিরুদ্ধে কঠোর শাস্তি দিয়ে তাকে যেন তার প্রাপ্য ভাতাটি দেওয়া হয় এবং তার ভবিষ্যৎ নিরাপত্তারও দাবী জানান তিনি। মুক্তিযোদ্ধা সীতারাম ভর বলেন যুদ্ধ করে দেশ স্বাধীন করেও ঘর-বাড়ি ছাড়া এখন রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি। স্বাধীন দেশে প্রতারণার স্বীকার হয়ে সরকারী ভাতা থেকেও বঞ্চিত। অভিযুক্ত রাম পিয়ারী ভর সীতারাম ভর’কে তার শ্বশুর স্বীকার করে বলেন, সে কোথায় আছে বেঁচে আছে না মরে গেছে তা তিনি জানেন না। কিভাবে ভাতা খাচ্ছেন প্রশ্ন করলে এর কোন সুদুত্তর না দিয়ে বলেন এগুলো রাধা মেম্বার জানেন। শরীফপুর ইউনিয়নের সদস্য রাধা কুর্মি বলেন এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমার সাথে আলাপ করেছেন। রাম পিয়ারীর কাছ থেকে ভাতার বইটি উদ্ধার করে সীতারামের নামে বইটি ঠিক করে দেব। জীবিত সীতারামকে মৃত স্বামী দেখিয়ে কিভাবে সার্টিফিকেট দিলেন এমন প্রশ্নর কোন সুদুত্তর না দিয়ে বলেন, সীতারাম ৭-৮ বছর উধাও ছিলেন এই সুযোগে অন্য কেউ হয়ত এ কাজটি করেছে। শরীফপুর ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন এ সম্পর্কে আমি পুরোপুরি জানিনা। তবে খোঁজ নিয়ে দেখব। কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল দেব তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে জানান, আমরা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দেওয়া মৃত্যু সনদ অনুযায়ী তার উত্তরসূরীদের এই ভাতা প্রধান করে থাকি। আপন ভাতিজা বউ কি ভাবে তার চাচা  শ্বশুর কে  মৃত স্বামী বানিয়ে এই প্রতারণা করল আমরা তা খতিয়ে দেখছি। তিনি বলেন এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি এবং বইটি জব্দ করার জন্য সংশ্লিষ্টদের জানিয়েছেন। এই প্রতারণার শাস্তি পূর্বক ওই মুক্তিযোদ্ধা যাতে ভাতা পান সেই ব্যবস্থা খুব শ্রীর্ঘই করছি। কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল শাহ বলেন, ব্যাপারটি অনেক আগের তাই আমার জানা ছিলোনা। বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় ইউপি মেম্বারকে বইটি জব্দ করার নির্দেশ দিয়েছি। শীর্ঘ্রই বিষয়টি তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ইউএনও স্যারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।