রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

আলীনগরে স্বাস্থ্য বিষয়ক স্কুল প্রোগাম অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট
সীমান্তিক নতুন দিন পরিচালিত কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক স্কুল প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলীনগরের রানীবাজারস্থ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে বয়োসন্ধিকালীন শিক্ষার্থীদের নিয়ে এ স্কুল প্রোগাম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রোগাম পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল কবির, সীমান্তিক নতুন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এমদাদ হোসেন, প্রোগাম অফিসার বিসিস সাইদুল ইসলাম, জেলা টিম লিডার তারিকুল আলম, উপজেলা প্রোগাম অফিসার সুপ্রিয় দাস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদাল হোসেন, প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ।