শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে উদ্দীপন-সীডস কর্মসূচীর অবহিতকরণ সভা



Pic- KUPC
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে উদ্দীপন এর বাস্তবায়নে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের অর্থায়নে পরিচালিত “মর্যদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন সীডস” কর্মসূচীর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। উদ্দীপন কর্মসূচীর ব্যবস্থাপক এস এ শামসুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁঞা, সমাজসেবা কর্মকর্তা সুরজিত কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপনের উপজেলা কর্ডিনেটর মো: ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলায় কর্মরত  উদ্দীপনের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ।
সভায় জানানো হয় উদ্দীপন কর্মসূচী মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার (শ্রীমঙ্গল, কমলগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা এবং জামালগঞ্জ উপজেলায়) ২০১৪-২০১৮ সাল পর্যন্ত আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে। এক্ষেত্রে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান, ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া ও কুরমা চা বাগান এবং শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগান ও শমশেরনগর চা বাগান এলাকায় প্রাক-প্রাথমিক, ঝরেপড়া ছাত্রছাত্রীদের জন্য সংযোড় স্কুল,কিশোরীদের অধিকার এবং সচেতনতা বৃদ্ধির জন্য কিশোরী সংলাপ কেন্দ্র পরিচালনার পাশাপাশি ৮০০ হতদরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক্রম পরিচালিত হবে।