শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জন্ম নেয়া জোড়া শিশুর চিকিৎসা ব্যয়ে ৫০ হাজার টাকা দিলেন পুলিশ সুপার



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজার সদর হাসপাতালে কমলগঞ্জে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের বাসিন্দা এক মায়ের গর্ভে   জন্ম নেয়া জোড়া নবজাতকের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ  জাকারিয়া।

শনিবার ৮ মে বিকালে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম জান্নাত হাসপাতালে উপস্থিত হয়ে শিশুর বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আরিফুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), এ, বি, এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান ও ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়।