রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
যক্ষা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ্য করব চিকিৎসা করে এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে কমলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলেক্ষ উপজেলা স্বাস্থ্য বিভাগ কমলগঞ্জ, হীড বাংলাদেশ এর যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম এবং সীমান্তিক নতুন দিন এর উদ্যোগে ২৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ হাসপাতাল প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালি শেষে হাসপাতাল হল রুমে  অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম সাজিদুল কবির এর সভাপতিত্বে ও হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রন সহকারী শামসুর রাজা চৌধুরী সুজন এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন ডা. অর্ধেন্দ্রু শেখর রায়, সাংবাদিক শাহীন আহমেদ, যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের প্রোগাম অফিসার নিজাম উদ্দিন, হিসাব রক্ষক সমির উদ্দিন, সীমান্তিক প্রোগাম অফিসার সুপ্রিয় দাস, হাসপাতালের পরিসংখ্যানবিদ মোজাহিদ আলী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হক, এমটিপিআই শংকর দেবনাথ, স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, যক্ষা নিয়ন্ত্রন সহকারী রতœ মালা দেবী।