মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ



OKJxV1QpWquTনিউজ ডেস্ক::
বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এ পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা।

কিছু নির্দেশনা দিয়ে এবং রিট খারিজ করে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৪ মার্চ হাইকোর্ট এ নিয়ে রুল জারি করে।
এতে বিটিআরসি চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজি, মোবাইফোন অপারেটরগুলোসহ ১৩ বিবাদীদ করা হয়।

সে অনুযায়ী গত রবিবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের জন্য দিন ঠিক করে আদালত।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী গত ৯ মার্চ হাই কোর্টে এই রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অনিক আর হক এবং রবির পক্ষে ফাতেমা আনোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও জেসমিন সুলতানা।