শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আং নুর-নূরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ



12743804_1182194785143681_7818524052934085578_n

কমলকুঁড়ি রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ২০১৫ সালের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির ২৬২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তির এ পরীক্ষায় মাধ্যমিক স্কুলের ১০ জন, প্রাথমিক স্কুলের ৩০ জন বৃত্তি লাভ করে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাবে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষনা করেন।
আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে ও ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পিন্টু দেবনাথ, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক  শাব্বির এলাহী, কার্যকরী সদস্য বিশ্বজিৎ রায়, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ, নারীনেত্রী শেখ মনোয়ারা।
আং নুর-নূরজাহান চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-১৫’ এর প্রকাশিত ফলাফলে ৪র্থ শ্রেণিতে ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- প্রীতি রানী নাথ (মেধাবৃত্তি ১ম স্থান) বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর, নাজমুল ইসলাম (মেধাবৃত্তি ২য় স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্ণব দত্ত (মেধাবৃত্তি ৩য় স্থান) বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর, আশরাফুল ইসলাম চৌধুরী (মেধাবৃত্তি ৪র্থ স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহেদ আহমদ রাজন (মেধাবৃত্তি ৫ম স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন-লুবাবা আক্তার (মেধাস্থান ৬ষ্ঠ) মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগ্মভাবে মেধাস্থান ৭ম-সানজা আক্তার (মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও মো. নাইমুর রহমান তামিম (মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), যুগ্মভাবে মেধাস্থান ৮ম-ছামিয়া আক্তার (মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও অর্পা রানী নাথ (দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), যুগ্মভাবে মেধাস্থান ৯ম-খাদিজা জান্নাত ছামিয়া (রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও আসাদুজ্জামান শাওন (শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), যুগ্মভাবে মেধাস্থান ১০ম স্থান-ওয়াহিদা চৌধুরী তাহমী (পতনঊষার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ফাতেমা জান্নাত ফারিহা (রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
৫ম শ্রেণিতে ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নাহিয়ান চৌধুরী হাদি (মেধাবৃত্তি ১ম স্থান) মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহানাজ পারভীন মিলি (মেধাবৃত্তি ২য় স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হানিফা আহমদ বর্ষা (মেধাবৃত্তি ৩য় স্থান) মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা আক্তার ইমা (মেধাবৃত্তি ৪র্থ স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমাইয়া জান্নাত ইমা (মেধাবৃত্তি ৫ম স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন-মো. শিপু মিয়া (মেধাস্থান ৬ষ্ঠ) বনবিষ্ণুপুর শিখন স্কুল, যুগ্মভাবে মেধাস্থান ৭ম-হুমায়ুন কবির কাউছার (শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতন) ও পূর্ণা আচার্য্য পূজা (ছয়চিরি বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), মেধাস্থান ৮ম হয়েছে ৩ জন-জান্নাতুল ফেরদৌস তায়িবা (সৈয়দা আনোয়ারা কিন্ডার গার্ডেন), নাছরিন রশীদ মিলি (মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সুমাইয়া সাবরিন প্রীতি (মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), মেধাস্থান ৯ম হয়েছে ৩ জন-তানজিলা খানম (মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), ফাতেমা আক্তার চৌধুরী কলি (পতনঊষার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়), তাহমিদ হাছনাত মাহদি (রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), যুগ্মভাবে মেধাস্থান ১০ম-তাছলিমা আক্তার রুলি (মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও পার্থ গোস্বামী (দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮ম শ্রেণিতে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নাদিয়া আক্তার নিহা (মেধাবৃত্তি ১ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়, অনামিকা দেবী (মেধাবৃত্তি ২য় স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, ফারহানা খানম তামান্না (মেধাবৃত্তি ৩য় স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সৌরভ মল্লিক মুন্না (মেধাবৃত্তি ৪র্থ স্থান) বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর, মো. বিলাস আহমদ (মেধাবৃত্তি ৫ম স্থান) আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন-পুলক দেবনাথ (মেধাস্থান ৬ষ্ঠ) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সাগর দেবনাথ (মেধাস্থান ৭ম) আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়, নিনরুপমা নাইডু দেবী (মেধাস্থান ৮ম) বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর, রবিন রায় (মেধাস্থান ৯ম) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও নুসরাত জাহান জাফরিন (মেধাস্থান ১০ম) পতনঊষার উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য যে, আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের অধীনে গত ৩০ ডিসেম্বর ২য় বারের মতো আং নুর-নূরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা-২০১৫ বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী মার্চ মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রতি শ্রেণিতে মেধা তালিকায় ১ম হইতে ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেষ্ট, সনদপত্র ও বৃত্তি প্রদান করা হবে। এছাড়া মেধা তালিকায় ৬ষ্ঠ হইতে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আং নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি-২০১৫ এর সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার।