মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসী সভা



কমলকুঁড়ি রিপোর্ট

Pic--Kamalgonj Advocesi Sova
পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০১৭ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ অ্যাডভোকেসী অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ: দা:) ডা: টি এইচ নিশিতার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম সাজেদুল কবীর। আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপাময় শীল, ইসলামপুর ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আং রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা আমিরুন বেগম, রহিমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুহিতুর রহমান, পতনঊষার ইউনিয়ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইকেল দেবনাথ প্রমুখ। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা সরকারী স্বাস্থ্য সেবা সঠিকভাবে গ্রহনে সচেতনতা সৃষ্টি বিষয়ে এ সভায় আলোচনা হয়।