বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে ” বঙ্গবন্ধু চক্ষু শিবির ” অনুষ্ঠিত 



কমলকুঁড়ি রিপোর্ট
মহান বিজয় দিবস  উদযাপন উপলক্ষে আর্থ সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে  মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস সেভ এর আয়োজনে ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া এর সহযোগিতায়  বিনামূল্যে “বঙ্গবন্ধু চক্ষু শিবির” অনুষ্ঠিত হয়েছে।
কানাডা প্রবাসী প্রকৌশলী মো. আব্দুল কাদির, প্রকৌশলী প্রফেসর মানস লাল সোম, বিকাশ দে পান্না, আশিষ পাল, রজত পাল, খোকা পাল, সুভাষ রায়, যুক্তরাজ্য প্রবাসী জোশেফ দাশগুপ্ত যশো ও যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল হোসেন চেরাগ এর আর্থিক সহযোগিতায়  রোববার ১৭ ডিসেম্বর  শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সেভ শ্রীমঙ্গল এর সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো. মনসুর ইকবালের সঞ্চালনায় চক্ষু চিকিৎসা শিবির এর আনুষ্ঠানিক  শুভ উদ্বোধন করেন একাত্তরের রনাঙ্গনের বীর জননী বীরাঙ্গনা শীলা গুহ। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাহসিন মালিহা হক, ডা. আব্দুল মান্নান ও ডা. আব্দুল বাতেন।
অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক  রোগীকে চিকিৎসা প্রদান, বিনামূল্যে ঔষুধ ও বাছাইকৃত রোগীদেরকে  বাসযোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে  অপারেশনের জন্য পাঠানো হয়।
সবশেষে  চক্ষু শিবির এ কর্তব্যরত  এক ঝাঁক ভলান্টিয়ারদেরকে সেভ শ্রীমঙ্গল এর সভাপতি মোঃ মনসুর ইকবাল  সার্টিফিকেট প্রদান করেন।