শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের বাল্য লীলা রাখাল নৃত্যের মধ্য দিয়ে মহারাসলীলা শুরু



কমলকুঁড়ি প্রতিবেদক :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে শ্রীকৃষ্ণের বাল্য খেলা ও লীলার মধ্যদিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টা থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মন্ডপে রাখাল নৃত্য (গোষ্ঠলীলা) অনুষ্টিত হয়।
নৃত্য চলাকালীন ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুড়িয়ে নেন। এসময় মন্ডপের চারিপাশ হাজার হাজার ভক্তবৃন্দসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সমাগম দেখা যায়। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর জোড়ামণ্ডপ আর আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে।