রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বরের বাড়ীতে ধামাইল নাচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত অর্ধশতাধিক



বিশেষ প্রতিনিধি
‘ধামাইল নাচ’ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্ত:ত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৪ আগস্ট মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বেতাহুঞ্জা গ্রামে।

জানা যায়, শুক্রবার বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিলো। বৃহস্পতিবার রাতে বরের বাড়িতে ‘ধামাইল’ দেয়ার জন্য এলাকার বিভিন্ন ছেলেরা জড়ো হয়। এসময় ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তাানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথাকটাকাটি হয়। বিষয়টি ওই সময়ই স্থানীয়রা সমাধান করে দেন। পরদিন শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ওই ঘটনার জের ধরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্র ও একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্ত:ত ৫০ জন আহত হন।

আহতরা হলেন হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ্বব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫) , আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫) আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮) মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪) রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮) প্রমুখ।

গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষ করেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সবাই চিকিৎসা নিচ্ছে।