শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক বিজয়ী ড. রণজিত সিংহ মৌলভীবাজারে সংবর্ধিত



বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৩ পেয়েছেন অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক, সাহিত্যিক ড. রণজিত সিংহ। তাঁর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার উদযাপন পরিষদ। এ উপলক্ষে জেলা পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে শনিবার ২২ জুলাই সন্ধ্যায় এ পদক প্রাপ্ত ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
মৌলভীবাজার উদযাপন পরিষদের আহবায়ক অপূর্ব কান্তি ধর’র সভাপতিত্বে ও কবি মহিদুর রহমানের প্রাঞ্জল কথনমালায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান। সম্মাননীয় অতিথির বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি ড. রণজিত সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. ফজলুল আলী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, কথা সাহিত্যিক আব্দুল খালিক। বক্তব্য দেন কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, নাট্যকার আব্দুল মতিন, সাংবাদিক নূরুল ইসলাম শেফুল, অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, সুধাময় রায়, কবি পুলক কান্তি ধর, সাংস্কৃতিক কর্মী সেলিম সৈয়দ প্রমুখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গত ২১ ফেব্রুয়ারি ড. রণজিত সিংহ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকটি গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর ইউনয়নের ঘোড়ামারা গ্রামের অধিবাসী। এ পর্যন্ত বাংলা ভাষায় তাঁর লেখা গবেষণা গ্রন্থ ৭টি ও মণিপুরী ভাষায় লেখা আরও ১৫টিসহ ২২টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।