সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলার প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী জুন-জুলাই নাগাদ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। প্রবাসীদের আর্থিক অনুদানে পল্লী অঞ্চলের গরীব অসহায় দরিদ্রসহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
শমশেরনগর ইউনিয়নের মরাজানেরপার এলাকায় মো. সরওয়ার জামান রানা ও আলেয়া জামান ১৫১ শতক ভূমি প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল এর নামে দান করে।
সকল শ্রেণির মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।


প্রবাসী ও দেশের মানুষের আর্থিক সহযোগিতায় ২০২০ সালের আনুষ্ঠানিক ভাবে শমশেরনগর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ শ্রীমঙ্গল) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। পরবর্তীতে হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
স্বল্প সময়ে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ৩য় তলা বিশিষ্ট ভবনের ১ম তলা সম্পন্ন করা হয়েছে।
প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি এব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে প্রবাসী সাংবাদিক বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী প্রস্তাবিত শমশেরনগর হাসপাতাল পরির্দশনে আসেন। এছাড়াও আর্থিক অনুদান প্রদানকারীর পরিবারের সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আজাদুর রহমান, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক বিশিষ্ট কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সালাম, সদস্য সচিব শামসুল হক মিন্টু, যুক্তরাজ্য প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, লেখক ও গবেষক আহমদ সিরাজসহ আরো অনেকে।
পরিদর্শনে আসা সকলেই সন্তোষ প্রকাশ করে এ রকম উদ্যোগকে স্বাগত জানান এবং প্রবাসীদের আরো সহয়োগিতা করার আহবান জানান।