শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে হীড বাংলাদেশ এর ৯০০ কম্বল পেল শীতার্ত মানুষ



কমলকুঁড়ি রিপোর্ট

পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশ এর বাস্তবায়নে অসহায় ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৯০০ শীতার্ত মানুষ হীড বাংলাদেশ এর কম্বল পেয়ে আনন্দিত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হীড বাংলাদেশ শ্রীমঙ্গল শাখা প্রাঙ্গনে হীড বাংলাদেশ এর অপারেশন পরিচালক ডা: সবির খিয়াং বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। হীড বাংলাদেশ আদমপুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী লেবিও বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম, হীড বাংলাদেশের সিলেট-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তপন সাহা, হীড বাংলাদেশের সিলেট-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ দীন ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর।

হীড বাংলাদেশ সারাদেশে ১০ হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করে। তারমধ্যে শ্রীমঙ্গল উপজেলা ৯০০ জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলায় ৯০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।